দুই মণ জাটকাসহ ৩ মাছ ব্যবসায়ী আটক

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুরে অভিযান চালিয়ে ২ মণ জাটকাসহ তিন মাছ ব্যবসায়ীকে আটক করেছে নৌ পুলিশ। বুধবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে নৌ পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।
আটককৃতরা হলেন, হিলোন বিশ্বাস (৪২), রবিউল ইসলাম (২৩), মাসুম সিকদার (৩৬)। তারা সবাই উপজেলার ধোলাই মার্কেট এলাকার ব্যাবসায়ী।
১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা (১০ ইঞ্চির নিচে) ধরা, পরিবহন, বিপণন, মজুদ নিষিদ্ধ। এ আইন অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তর।
এ বিষয় কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে ৬ মাসের জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলীপুর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তিনটি ভ্যান থেকে ৮০ কেজি জাটকাসহ ৩ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জাটকা নিধন আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের আদালতে প্রেরণ করা হবে। পরবর্তীতে আদালতের আদেশ পেলে জব্দ করা জাটকা মাছগুলো এতিমখানা ও অসহায়, গরিব মানুষের মাঝে বিতরণ করা হবে।
এসএম আলমাস/আরকে