চোরাগোপ্তা হামলা করলে ছাড় দেবে না আ.লীগ

সুনামগঞ্জ বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেছেন, আপনারা (বিএনপি) যদি চোরাগোপ্তা হামলা করেন আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। সুনামগঞ্জে ঢুকতে দেওয়া হবে না। সুনামগঞ্জ একটি শান্তির শহর। শান্তি-শৃঙ্খলা রক্ষা করে সুনামগঞ্জে সবাই মিলে মিশে সুন্দরভাবে বসবাস করব।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অবরোধ বিরোধী শান্তি সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।
এসময় পলিন বলেন, আপনারা যার কথায় সুনামগঞ্জকে অশান্ত করার চেষ্টা করছেন তার কথায় সুনামগঞ্জ অশান্ত হবে না। বরং আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আপনাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। তাই আপনাদের এখনো বলছি আপনাদের শুভ বুদ্ধির উদয় হউক। নির্বাচনে আসুন, জনগণের পাশে থাকুন।
তিনি আরও বলেন, সুনামগঞ্জে সবকিছু স্বাভাবিকভাবে চলছে এবং স্বাভাবিকভাবেই চলবে। শেষবারের মতো আহ্বান করছি আপনারা ভোটের রাজনীতিতে আসুন, ভোট প্রার্থনা করুন। সুনামগঞ্জের উন্নয়নের দিকে তাকান। তাকিয়ে কেন আপনারা অবরোধ করছেন নিজেরা জিজ্ঞাসা করুন। বিগত করোনা ও বন্যায় আমাদের ব্যবসায়ী, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ ঘুরিয়ে দাঁড়িয়েছে। আপনারা আবার পেছন ফিরে নিয়ে যেতে চাচ্ছেন। আপনাদের নেতা লন্ডনে বসে আরাম করছেন আর আপনারা সুনামগঞ্জে গাড়ি ভাঙচুর করছেন। এটা থেকে বিরত থাকুন।
এর আগে সুনামগঞ্জ বিএনপির কার্যালয়ের সামনে থেকে অবরোধ বিরোধী প্রতিবাদী মিছিল করে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে সমাবেশ করে জেলা আওয়ামী লীগ। সমাবেশ শেষে সেখান থেকে গতকাল বিএনপির হামলাস্থল সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের মদনপুর পর্যন্ত মোটর শোভাযাত্রা করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিমান কান্তি রায়, আইন বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান শাহিন, সদস্য এটিএম শাহিন রেজা, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ার হুসেন ও সুদীপ্ত রায় প্রমুখ।
উল্লেখ্য, গত পহেলা নভেম্বর শহরের পশ্চিম হাজীপাড়ায় সার্কিট হাউজের সামনে মহাসড়কে চোরাগোপ্তা হামলা করে গাড়ি ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা। এরপর একই কায়দায় ৫ নভেম্বর রাতে মশাল মিছিল করেন তারা। সর্বশেষ গতকালকে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মদনপুর পয়েন্টে হামলা ও যানবাহনে ভাঙচুর চালানো হয়।
সোহানুর রহমান/আরকে