১০ ট্রেন ভর্তি নেতাকর্মী যাচ্ছেন খুলনার পথে

আজ সোমবার (১৩ নভেম্বর) খুলনা সার্কিট হাউস মাঠে জনসভা করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দুপুর ২টায় তিনি জনসভাস্থলে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর এ জনসভায় যোগ দিতে ১০টি ট্রেনে করে খুলনার পথে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস দেখা যায়।
সোমবার সকালে যশোর রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্টেশনে ভিড় করছেন। একের পর এক খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দশটি ট্রেনে তারা খুলনায় জনসমাবেশস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। যশোর স্টেশন থেকে সর্বশেষ ট্রেনটি সকাল সাড়ে ৯টায় খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

শহরের চোপদারপাড়া এলাকার বাসিন্দা সেলিম হোসেন বলেন, অনেক উৎসাহ নিয়ে আজ প্রধানমন্ত্রীর জনসভায় যাচ্ছি। প্রধানমন্ত্রীকে একনজর দেখব এটাই অনেক পাওয়া আমাদের জন্য।
সদর উপজেলার মাহিদিয়া থেকে খুলনা প্রধানমন্ত্রীর জনসভায় যাচ্ছেন দিনমজুর আলমগীর শেখ। তিনি বলেন, খুলনায় যাওয়া আসার জন্য আমাদের ট্রেন দেওয়া হয়েছে, এতে আমাদের অনেক উপকার হয়েছে। আমরা আনন্দিত প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার সুযোগ পেয়ে।
যশোর টার্মিনাল এলাকার বাসিন্দা মিলন বিশ্বাস বলেন, ট্রেনেও লোক ধরছে না। এতো লোক যশোর থেকে খুলনায় সমাবেশে যাচ্ছে। এটা দেখেও আনন্দ লাগছে।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় যশোরের নেতাকর্মীদের যোগদান করার জন্য সকাল ৮টায় যশোর থেকে পর পর ১০টা যাত্রীবাহী ট্রেন নেতাকর্মীদের নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর মধ্যে অভয়নগর থেকে ২টি ট্রেন, বেনাপোল থেকে ২টি ট্রেন ও যশোর সদর থেকে ৬টি ট্রেন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে খুলনা উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া যশোরের বিভিন্ন উপজেলা থেকে এক হাজার বাস নেতাকর্মীদের নিয়ে সমাবেশস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
এ্যান্টনি দাস অপু/আরকে