হাজার হাজার নেতাকর্মী নিয়ে খুলনার উদ্দেশ্যে বাগেরহাট আ.লীগ

প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে বাস, ট্রাক, মোটরসাইকেল ও পাঁচটি লঞ্চে করে খুলনার পথে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন।
এর আগে গতকাল রোববার রাত ১১টায় শরণখোলা লঞ্চঘাট থেকে পাঁচটি লঞ্চে প্রায় চার হাজার নেতাকর্মীকে পৌঁছান খুলনার সমাবেশস্থলে।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে জেলা থেকে প্রায় তিন লাখ দলীয় নেতাকর্মী ও সমর্থক খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেবেন। নেতাকর্মীরা সমাবেশে পৌঁছানোর জন্য ৫টি লঞ্চ ও তিন হাজার বাস-ট্রাক ছাড়াও অন্যান্য যানবাহনে সকাল থেকে রওনা দিয়েছে খুলনা সার্কিট হাউজ উদ্দেশ্যে।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার জনসভাটি গুরুত্বপূর্ণ। তাই প্রধানমন্ত্রীর কাছ থেকে দিক-নির্দেশনা পেতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
শেখ আবু তালেব/এএএ