‘কোনো অপশক্তি শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে পারবে না’

ময়মনসিংহে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে এবং আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর সার্কিট হাউস ময়দানে সমাবেশ শেষে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মোহিত উর রহমান শান্ত এ সমাবেশ ও মিছিলের আয়োজন করেন। মোহিত উর রহমান শান্ত প্রয়াত সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে।
মিছিলপূর্ব সমাবেশে মোহিত উর রহমান শান্ত বলেন, আমি এমপি না হতে পারি, মঞ্চে থাকা অন্যরা এমপি হতে না পারেন; কিন্তু শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হতে হবে। মুক্তিযুদ্ধের প্রজন্মকে এই দেশে প্রতিস্থাপন করার জন্য, দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা ছাড়া গত্যন্তর নেই। তাই শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে। কোনো অপশক্তি শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে পারবে না।
সমাবেশে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলামের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, মমতাজ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতাকর্মীরা বিএনপি-জামায়াতবিরোধী এবং নৌকার পক্ষে স্লোগান দেন। মিছিলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়। এতে সদরের বিভিন্ন ইউনিয়ন ও মহানগরের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
উবায়দুল হক/এমজেইউ