কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লারআঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের সড়কে পাপিয়া ট্রান্সপোর্ট নামের ওই বাসটিতে আগুন দেওয়া হয়।
স্থানীয়রা জানান, কুমিল্লা শহরতলীর অদূরে নোয়াপাড়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের সড়কে পার্কিং করা কুমিল্লা থেকে দাউদকান্দিগামী পাপিয়া ট্রান্সপোর্ট নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। বাসটিতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জানতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পর্যায়ের কয়েকজনকে ফোন করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি।
আরিফ আজগর/আরএআর