সুন্দরবনের আন্ধারমানিক থেকে দুই মরদেহ উদ্ধার

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় নদীর চর থেকে দুইটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (২০ নভেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পরে বিকেলে চাঁদপাই নৌ-থানার কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়। এর মধ্যে পুরুষ মরদেহ দুটির বয়স আনুমানিক ৩০ বছর। এদের একজনের পরনে শার্ট, অপরজনের পরনে লাল চেক গেঞ্জি ছিল।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান চাঁদপাই নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার মোর্শেদ।
তিনি ঢাকা পোস্টকে বলেন, কোস্ট গার্ডের একটি টহল দল মরদেহ দুটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। মরদেহ দুটির সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হবে। মঙ্গলবারের (২১ নভেম্বর) মধ্যে মরদেহের পরিচয় না পাওয়া গেলে, আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন সম্পন্ন করা হবে।
পরবর্তীতে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য মরদেহ দুটির ডিএনএ টেস্ট করা হবে বলেও জানান তিনি।
শেখ আবু তালেব/এমজেইউ