নৌকার মনোনয়ন পেতে উপজেলা চেয়ারম্যান পদ থেকে আজাদের পদত্যাগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪( দেবীদ্বার) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমানের কাছে সশরীরে হাজির হয়ে পদত্যাগপত্র জমা দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক।
পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান।
পদত্যাগ পত্র জমা দিতে এসে আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আমি ইতোমধ্যে মনোনয়ন ফরম কিনেছি। পদত্যাগ সম্পন্ন হলে সেটি জমা দেব। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের চাপে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পদত্যাগ করেছি। আশা করি দল মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হয়ে দেবীদ্বারের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারব। আমার বিশ্বাস বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা আমাকে দেবীদ্বার আসনে নৌকার মাঝি করবেন।
এর আগে আবুল কালাম আজাদ ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি দেবীদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী এএফএম তারেক মুন্সির ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে ৯৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২৩ মার্চ শপথ গ্রহণের মাধ্যমে তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
আরিফ আজগর/এসকেডি