জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১০

মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ ১০ জন আহত হয়েছেন। সোমবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজার সংলগ্ন বাজিতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে মা, ছেলে ও মেয়ের জামাইয়ের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, বাজিতপুর গ্রামের সূর্য মিয়া শিকদারের স্ত্রী রোকেয়া বেগম (৬৫) তার ছেলে সুমন শিকদার (৩৫) ও মেয়ের জামাই আলমাছ মোল্লা, রুবেল হোসাইন, আল-আজাদ, রোহান, আলিম মাতুব্বর,সিরাজসহ বেশ কয়েকজন।
অভিযুক্তরা হলেন, ওই ইউনিয়নের মৃর্জারচর সিপাই কন্দি গ্রামের নজরুল মোল্লা (৪৫), তায়েব মোল্লা (২৮), আফজাল মাদবর (৪৪), বাজিতপুর গ্রামের আকাশ শিকদার (৩০), সাগর শিকদার (৪৩), তারা মিয়া শিকদার (৫০) ও রাশেদ শিকাদর (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে জমিজমা সংক্রান্ত বিষয়ে মাদারীপুর আদালতে রোকেয়া বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা করাকে কেন্দ্র করে আসামিরা ক্ষিপ্ত হয়ে রাতে বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা করে। এ সময় রোকেয়া বেগম, তার ছেলে সুমন শিকদার ও মেয়ের জামাই আলমাছ মোল্লাসহ বাকিদের কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক যখম করে। অভিযুক্তরা বাড়িতে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ও একটি ল্যাপটপ নিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত সুমন মোল্লার সঙ্গে যোগাযোগের একাধিকবার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সুমন মিয়া শিকদার বলেন, আমার পরিবারের ওপর হামলায় আমি, আমার মা ও ভগ্নীপতি আহত হয়েছি। তারা আমার মাসহ বাকিদের আহত করেছে। কুপিয়েছে, পিটিয়েছে।আমি থানায় অভিযোগ করেছি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাকিব হাসান/এসকেডি