ভোটকেন্দ্রে যেতে বাধা দিলে ৩-৫ বছরের জেল

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাটা আমাদের নয়, প্রার্থীর দায়িত্ব। তারা ভোটার উপস্থিতি বাড়ানোর চেষ্টা করবে। তবে অল্প লিগ্যাল ভোটেও একজন এমপি হবে। এতে আইনগত কোনো বাধা নেই।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা, ইউএনও, ওসিসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিবেশ নিয়ে তিনি বিভিন্ন দিকনির্দেশা দেন। ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে কেন্দ্রের বাইরের পরিবেশ কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমরা বসে সিদ্ধান্ত নেব যে ভোটারদের আসা-যাওয়ার রুটগুলো কীভাবে সুরক্ষিত করা যায়। তবে আমরা নতুন আইন করেছি। যদি কেউ বাড়ি থেকে ভোটকেন্দ্রে আসতে বাধাগ্রস্ত হয়, তাহলে যেই বাধা দিক না কেন তার জন্য সর্বনিম্ন তিন বছর ও সর্বোচ্চ পাঁচ বছরের জেল দেওয়ার আইন করা হয়েছে।

নির্বাচন কমিশনার সাংবাদিকদের আরও বলেন, আমরা সবাইকে নিয়ে আলোচনায় বসার চেষ্টা করেছি। অনেকেই আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আর যারা দেননি তাদেরকে আমরা আনুষ্ঠানিকতা বাদে অনানুষ্ঠানিকভাবেও আলোচনার আহ্বান জানিয়েছি। আমরা বারবার বলেছি, আসুন কথা বলি। তারা আমাদের স্বীকারই করেনি। তারপরও কারও সঙ্গে দেখা হলে তাদের অনুরোধ করে বলি, কিন্তু কোনো অজানা কারণে পরবর্তীতে আর আলোচনায় আসতে চান না।
আরও পড়ুন
বিদেশিদের নিয়ে তিনি বলেন, যারাই আমাদের কাছে এসেছে যেমন ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ তাদেরকে আমরা প্রশ্ন করেছি যে, আমরা যে ২১ মাসে ১ হাজার ৩০০ নির্বাচন করেছি আপনাদের কি কোনো অবজারভেশন নেই? আরও কি করলে ভালো হয় তাও তারা কোনো কথা বলেন না। তারা জানে যে, আমরা সাংবিধানিক পদে আছি। সাংবিধানিকভাবেই নির্বাচন করছি। সংবিধানের সুরক্ষায় নির্বাচন করাটা জরুরি।
আব্দুল্লাহ আল মামুন/এমজেইউ