ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নে ৬৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

মালিকবিহীন অবস্থায় আটক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ঠাকুরগাঁও সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিল ১০ হাজার ৭৭৭ বোতল, ভারতীয় মদ ৮২ বোতল ও ১৪ প্যাকেট, বাংলা মদ ৩.৫ লিটার, গাঁজা ১২ কেজি, ইয়াবা ট্যাবলেট ৩৭৬ পিস, ভারতীয় স্কপ সিরাপ ৩১ বোতল, ট্যাপেন্টাডল ট্যাবলেট ১০ হাজার ৩৯৮ পিস, ভারতীয় পাতার বিড়ি (২১ প্যাক) ১৬৮ পিস, ভারতীয় কিষান কিষানী (খইনী) ০১ প্যাকেট, রাজ নিয়াস (খইনী) ২ প্যাকেট, জাফরানি জর্দা ২ প্যাকেট আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।
আটক মাদকদ্রব্যসমূহ বৃহস্পতিবার ঠাকুরগাঁও ৫০ বিজিবির কার্যালয়ে ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৬৮ লাখ ৪১ হাজার ৮১ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি বলেন, যুব সমাজ ধ্বংসের পেছনে দায়ী মাদক বা নেশা জাতীয় দ্রব্য। আমাদের সমাজ, দেশ থেকে এসব মাদকদ্রব্য দূর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি। বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের প্রধান দায়িত্ব সীমান্ত পাহারা দেওয়া, পাশাপাশি আমরা মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছি। যার প্রতিফলন হিসেবে আজকে আমরা গত পাঁচ বছরে ঠাকুরগাঁও সীমান্ত থেকে মালিকবিহীন আটক মাদকদ্রব্য ধ্বংস করেছি ।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান, এসপিপি, পিএসসি, ঠাকুরগাঁও (৫০ বিজিবি)
বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল রাশেদুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমিক রায়, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা।
আরিফ হাসান/এমএএস