দিনাজপুর বোর্ডে কমছে পাসের হার ও জিপিএ-৫

দিনাজপুরে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ দুটোই কমেছে। এই বোর্ডে এবার পাসের হার ৭৪ দশমিক ৪৮ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ০৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী। গত বছর পেয়েছিলেন ১১ হাজার ৮৩০ জন।
রোববার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান স. ম. আব্দুস সামাদ আজাদ ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়।
চলতি বছরে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৫৯ জন। এ বছর দিনাজপুর বোর্ডের অধীনে আটটি জেলার ৬৭১টি কলেজে মোট ১ লাখ ১২ হাজার ২৬৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পাস করেছেন ৮২ হাজার ৫৭৯ জন।
দিনাজপুর বোর্ডের তথ্য মতে, ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। চলতি বছরে ৭৮ দশমিক ৩৬ ভাগ ছাত্রী পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৯৪ জন। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৭০ দশমিক ৪৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৫জন। দিনাজপুর বোর্ডে এ বছর শতভাগ পাস করা কলেজের সংখ্যা ১৩টি। কোনো শিক্ষার্থী পাস করেনি এমন কলেজের সংখ্যা ১৬ টি।
ইমরান আলী সোহাগ/এএএ