ঠাকুরগাঁওয়ে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও এমপি রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনে ৭ বারের নির্বাচিত এমপি আলহাজ্জ দবিরুল ইসলামের ছেলে মাজাহারুল ইসলাম সুজন ও ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক মনোনয়ন পেয়েছেন।
ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয় তিনি ১৯৯৭ সালে অনুষ্ঠিত উপ নির্বাচনে ৭৮ হাজার ২০৮ ভোট পেয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিকট পরাজিত হন।
ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলাম এমপির বড় ছেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম সুজনকে। তিনি ১৯৯৫ সালে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৯৮ সালে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। ২০১৪ সালে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে এখনই একই পদে দায়্ত্বি পালন করছেন।
আরিফ হাসান/এএএ