দিনাজপুরে ধান বোঝাই ট্রাকে আগুন

দিনাজপুর কাহারোল উপজেলায় ধান বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে ট্রাকের ইঞ্জিন-ব্যাটারিসহ ৩০ বস্তা ধান। রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় উপজেলার কাহারোল-বীরগঞ্জ আঞ্চলিক সড়কের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাক চালকের সহকারী ইমরান হোসেন বলেন, পঞ্চগড়ের হাড়িভাসা এলাকায় ধান লোড করে সন্ধ্যায় ট্রাক নিয়ে রওনা দেই। রাত আনুমানিক দেড়টায় মোহাম্মদপুর প্রাইমারি স্কুলের সামনে হঠাৎ গাড়ির সামনে ৪টি মোটরসাইকেল এসে গাড়ি থামান। পরে তারা প্রথমে গাড়ির গ্লাসে ইট দিয়ে ঢেল ছোড়েন। এ সময় গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যান তারা। আগুনে ট্রাকের ইঞ্জিন-ব্যাটারি সব জ্বলে গেছে। ৩০-৪০টার মতো ধানের বস্তা পুড়ে গেছে।
কাহারোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ট্রাকে আগুন দেওয়ার কথা শুনে ঘটনাস্থলে যাই। ততক্ষনে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে আগুন নিয়ন্ত্রনে এনেছেন। ট্রাকটি এখন পুলিশের হেফাজতে আছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
ইমরান আলী সোহাগ/এএএ