রাজশাহীর ছয়টি আসনে ৬০ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র ১২ জন

রাজশাহী জেলা ছয়টি আসনে ৬০ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। ছয়টি আসনে আওয়ামী লীগের ছয়জন প্রার্থী ছাড়াও দলটির ১২ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী রয়েছে দুটি আসনে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নির্বাচনে মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদানের শেষ দিনে রাজশাহী নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
রাজশাহী- ১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে মনোনয়ন ফরম দাখিল করেছেন ১১ জন। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এই আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান, গোলাম রাব্বানী, চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া, শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান। এছাড়া বিএনএফের প্রার্থী আল-সাআদ, তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু, এমপিপির প্রার্থী নুরুন্নেসা, বাংলাদেশ সংস্কৃতি মুক্তি জোটের প্রার্থী বশির আহমেদ, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দীন, বিএনএম প্রার্থী শামসুজ্জোহা।
রাজশাহী- ২ (সদর) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। এই আসনে আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী। বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা মনোনয়ন ফরম দাখিল করেছেন। এছাড়া জাসদ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবু রায়হান মাসুদ, রেজা উন-নবী আল মামুন, শফিকুর রহমান, বিএনএফের প্রার্থী কামরুল হাসান, তৃণমূল বিএনপির প্রার্থী মো. শামীম, মুক্তিজোটের প্রার্থী ইয়াসির আলিফ বিন হাবিব, গণফ্রন্টের প্রার্থী মনিরুজ্জামান, জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন, কনগ্রেস পার্টির মারুফ শাহরিয়ার।
রাজশাহী- ৩ (পবা-মোহনপুর) আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। এই আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আসাদুজ্জামান আসাদ। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিএনএম প্রার্থী একেএম মতিউর রহমান, এনপিপির প্রার্থী সইবুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী সোলাইমান হোসেন, বিএনএফের প্রার্থী বজলুর রহমান, জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম খান, মুক্তি জোটের প্রার্থী এনামুল হক, গণফ্রন্ট এর প্রার্থী মনিরুজ্জামান, স্বতন্ত্র (দলের নাম লেখা নেই) শাহাবুদ্দিন ও নিপু হোসেন।
রাজশাহী- ৪ (বাগমারা) আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ। এছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য এনামুল হক। এছাড়া স্বতন্ত্র (দলের নাম লেখা নেই) প্রার্থী বাবুল হোসেন, বিএনএমের প্রার্থী সাইফুল ইসলাম রায়হান, এনপিপির প্রার্থী জিন্নাতুন ইসলাম জিন্না, বিএনএফ এর প্রার্থী মতিউর রহমান, জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব প্রাং।
রাজশাহী- ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। এই আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মনসুর রহমান, স্বতন্ত্র ওবায়দুর রহমান, স্বতন্ত্র আহসান উল হক মাসুদ। গণফ্রন্টের প্রার্থী মখলেসুর রহমান, বিএসপি এর প্রার্থী আলতাফ হোসেন মোল্লা, জাকের পার্টির প্রার্থী শফিকুল ইসলাম, বিএনএমের প্রার্থী শফিকুল ইসলাম, জাতীয় পার্টির আবুল হোসেন।
রাজশাহী- ৬ (চারঘাট, বাঘা) আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক। স্বতন্ত্র (দলের নাম লেখা নেই) প্রার্থী খাইরুল ইসলাম, ইসরাফিল বিশ্বাস, জাসদের প্রার্থী জুলফিকার মান্নান জীমা, এনপিপির প্রার্থী মহসিন আলী, জাকের পার্টির রিপন আলী, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন রিন্টু, বিএনএম প্রার্থী আব্দুস সামাদ।
তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ (৩০ নভেম্বর)। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে। ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
প্রসঙ্গত, রাজশাহীর ছয়টি আসনে ২১ লাখ ৭৭ হাজার ৭১৪ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৪ হাজার ৭৩০ জন। আর নারী ভোটার ১০ লাখ ৯২ হাজার ৯৬৬ জন। এই জেলায় পুরুষের চেয়ে ৮ হাজার ২৩৬ জন নারী ভোটার বেশি। এছাড়া একটি জেলায় রয়েছে পৌরসভা রয়েছে ১৪টি। আর ইউনিয়ন পরিষদ রয়েছে ৭২টি। আগামী নির্বাচনে পুরো জেলাজুড়ে মোট ভোট কেন্দ্র থাকবে ৭৭০টি। ভোট কক্ষ থাকবে ৪ হাজার ৯৬৩টি। এরমধ্যে অস্থায়ী ভোট কক্ষ থাকবে ২৬৪টি। নতুন ভোট কেন্দ্র ৭৭টি। এছাড়া হিজরা জনগোষ্ঠীর ১৮ জন ভোটার রয়েছে।
শাহিনুল আশিক/এমএ