প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ গেল ঢালারচর এক্সপ্রেস

পাবনা-রাজশাহী রুটে চলাচলকারী ঢালারচর এক্সপ্রেস ট্রেন প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যাতায়াত করেছে। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে এসে পৌঁছায়। পরে ২০০ জন যাত্রী নিয়ে রাজশাহী-পাবনার উদ্দেশ্য বিকেল সাড়ে ৩টায় ছেড়ে যায় ঢালারচর এক্সপ্রেস।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, এতোদিন ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি পাবনা-রাজশাহী রুটে চলাচল করতো। নতুন সূচি অনুযায়ী ট্রেনটি পাবনা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এদিকে রাজশাহী-পাবনাগামী নতুন ট্রেন পেয়ে খুশি চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী।
এ বিষয়ে জেলা নাগরিক কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, নাগরিক কমিটি দীর্ঘদিন যাবত করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলো পুনরায় চালু ও ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। আমাদের দাবির বিপরীতে ট্রেন চালুর প্রতিশ্রুতি দেয় রেল বিভাগ। রেলের নতুন সূচিতে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করায় রেলওয়ে বিভাগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে দুপুরে বা বিকেলে রাজশাহী অভিমুখে কোনো ট্রেন ছিল না। এতে ভোগান্তিতে পোহাতে হতো যাত্রীদের। ট্রেনটি নতুনভাবে চালু হওয়ায় একদিকে যেমন রাজশাহীগামী যাত্রীদের জন্য সুবিধা হবে, তেমনি ঈশ্বরদী বা পাবনা পর্যন্ত যেতে পারবেন যাত্রীরা।
এদিকে ঢালারচর এক্সপ্রেস চালু হওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ রেলস্টেশনে থাকা যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হলো। সরাসরি পাবনার সাথে এ অঞ্চলের ট্রেন যোগাযোগ স্থাপন জেলার অর্থনীতিসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ জানান, মঙ্গলবার সাপ্তাহিক ছুটি ছাড়া সপ্তাহের ৬দিন বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ছেড়ে যাবে ঢালারচর এক্সপ্রেস ট্রেন। রাজশাহীর জন্য শোভন চেয়ার ৬৫ ও শোভন সিটে ৫৫ টাকা এবং পাবনার জন্য শোভন চেয়ার ১৫৫ টাকা ও শোভন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে৷ সপ্তাহে ছয় দিন চলা এই ট্রেনটি সকাল ৭টা ২৫ মিনিটে ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে সাড়ে ১১টায় পৌঁছাবে।
জাহাঙ্গীর আলম/আরএআর