১৮ বছরের নিচে কোনো মেয়েকে যৌন পেশায় আনলে কঠোর ব্যবস্থা

১৮ বছরের নিচে কোনো মেয়েকে যৌন পেশায় আনা যাবে না। এমনটা কেউ করলে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল ৪ টায় দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীতে সচেতনতামূলক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ধরনের মেয়েদের বিকল্প পেশায় প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা রয়েছে। আপনারা চাইলে তাদের সহযোগিতা গ্রহণ করতে পারেন।
এ সময় সরকারি-বেসরকারি সুযোগ কাজে লাগিয়ে সন্তানদের লেখাপড়া শেখানোর জন্য যৌনকর্মী মায়েদের পরামর্শ দেন তিনি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এই যৌনপল্লীকে ঘিরে একটি নারী পাচারকারী চক্র সক্রিয় আছে। আমরা ইতোপূর্বে এমন বেশ কিছু নারী ও কিশোরীকে উদ্ধার করে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেছি। জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পল্লীর অনেক মা তাদের মেয়ে একটু বড় হয়ে উঠলেই তাকে যৌন পেশায় নিয়ে আসতে পাঁয়তারা শুরু করেন। এমনকি সেফ হোম থেকে এনেও পল্লীতে নাম লিখিয়ে দিচ্ছেন। এভাবে তারা অনেক কিশোরী মেয়ের জীবনকে ধ্বংস করে দিচ্ছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এমজে