ফেনীতে ১৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে মোট ৩৮ জন প্রার্থীর মধ্যে ২১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর বাতিল করা হয়েছে ১৭ জনের মনোনয়ন।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিকেলে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার।
রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যমতে, ফেনী-১ আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ১৪ জন প্রার্থী। এর মধ্যে ৮ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেম, তাজুল ইসলাম মজুমদার, মো. ফখরুল ইসলাম মজুমদার, এম এ রউফ মজুমদার, মিজানুল হক, মো. আলমগীর আলম, জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার ইকবাল পাটোয়ারি এবং বাংলাদেশ কংগ্রেসের মো. আনোয়ার কামরান মোর্শেদ।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শিরীন আখতার, জাকের পার্টির রহিম উল্লাহ ভূঞা, তৃণমূল বিএনপির শাহজাহান সাজু, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী কাজী নুরুল আলম এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মাহবুব মোর্শেদ মজুমদার।
ফেনী-২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল এবং ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, তৃণমূল বিএনপির আমজাদ হোসেন ভূঞা সবুজ, জাকের পার্টির মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির খন্দকার নজরুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নুরুল আমিন ভূঞা, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ হোসেন এবং খেলাফত আন্দোলনের আবুল হোসেন।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী এএসএম আনোয়ারুল করিম এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মাহবুব মোরশেদ মজুমদার।
এছাড়া ফেনী-৩ আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল ও ৭ জনের বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের প্রার্থী আবুল বাশার, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী তবারক হোসেন, জাকের পার্টির আবুল হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাসির, স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্ল্যাহ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিজাম উদ্দিন। আর মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী ইশতিয়াক আহমেদ সৈকত, আবদুল কাশেম আজাদ, আনোয়ারুল কবির রিন্টু, জেডএম কামরুল আনাম, পারভীন আক্তার, সাংস্কৃতিক মুক্তিজোটের জোবায়ের ইবনে সুফিয়ান এবং তৃণমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন, যেসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবেন। এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতা থাকায় অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
তারেক চৌধুরী/এমজেইউ