জাপার রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বৈধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ বকেয়া কর পরিশোধ করায় জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইকালে বকেয়া কর পরিশোধের দালিলিক প্রমাণ উপস্থাপন করায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম।
রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী- ১ (সদর,দুমকি,মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী।
এর আগে গতকাল রোববার সকাল ১০টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপিত হওয়ায় রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন স্থগিত করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঋণ খেলাপীর দায়ে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। তবে ১০ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।
জেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই শেষে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে ২৮ জন প্রার্থীর মধ্যে ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পটুয়াখালী-১ আসনে জাকের পার্টির মো.মিজানুর রহমান ও বাংলাদেশ কংগ্রেসের নাসির উদ্দীন তালুকদার, পটুয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নূর মোহাম্মদ হাওলাদার ও পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।
মাহমুদ হাসান রায়হান/আরএআর