নরসিংদীর ৫টি আসনে ৬ জনের মনোনয়ন বাতিল

নরসিংদীতে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে জেলার ৫টি আসনের মধ্যে দুটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। দুই আসনে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে একজন স্বতন্ত্র ও ২ জন দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম।
সোমবার (৪ ডিসেম্বর) নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের প্রার্থিতা বাছাই করা হয়। এর আগে রোববার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন নরসিংদী-১ আসনে একজন স্বতন্ত্র, নরসিংদী-৩ আসনে একজন স্বতন্ত্র ও গণফোরামের একজনের মনোনয়ন বাতিল হয়।
নরসিংদীর ৫টি আসনে যাদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে তারা হলেন— নরসিংদী-১ (সদর) আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে আক্তারুজ্জামান নামে একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ভোটারের তালিকা থাকলেও ১ শতাংশ পূরণ না করা ও পৌর কর বকেয়া থাকায় তার মনোনয়ন বাতিল হয়েছে।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে মো. মাসুম মৃধা নামে একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া গণফোরামের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমানের মনোনয়নপত্রে দলীয় প্রধানের স্বাক্ষরে গরমিল থাকায় স্থগিত রাখা হয়েছে।
নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে মোট ৬ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী হারুন অর রশিদ সশরীরে উপস্থিত না থাকা ও দলীয় ফরম আবেদন না থাকায় মনোনয়ন বাতিল করা হয়।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র সোলেমান খন্দকারের মনোনয়ন বাতিল হয়েছে। ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল ও আয়কর দাখিল না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী বিটু মিয়ার মনোনয়ন বাতিল হয়েছে আয়কর দাখিল না থাকাসহ অন্যান্য ত্রুটির কারণে।
বাছাইয়ের পর জেলার ৫টি আসনে মোট ৪৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন বাতিল হওয়ায় মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৩৭ জনে। এরমধ্যে নরসিংদী-১ এ ৯ জন, নরসিংদী-২ এ ৭ জন, নরসিংদী-৩ এ ৮ জন, নরসিংদী-৪ এ ৫ জন ও নরসিংদী-৫ আসনে ৮ জন।
তন্ময় সাহা/আরকে