বগুড়ায় করোনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আহাম্মেদুর রহমান (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আহাম্মেদুর রহমান অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন। তিনি শাজাহানপুর উপজেলার আমরুল এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি বর্তমানে শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আহাম্মেদুর রহমানের স্ত্রী আফরোজা বুলবুল জানান, তার স্বামী ব্যাংক কর্মকর্তা হিসেবে ২০০৭ সালে অবসরে যান। গত ৭ এপ্রিল দুপুর পৌনে ২টার দিকে করোনার উপসর্গ নিয়ে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। আরটি পিসিআর ল্যাবে পরীক্ষায় নেগেটিভ আসলেও সিটি স্ক্যান রিপোর্টে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তিনি বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে মারা যান।
হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র আব্দুর রহিম রুবেল বিষয়টি নিশ্চিত করে জানান, বীর মুক্তিযোদ্ধা আহাম্মেদুর রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাখাওয়াত হোসেন জনি/আরএআর