মেঘনায় গোসল করতে গিয়ে নিখোঁজ যুবক

মেঘনা নদীতে গোসল করতে নেমে মো. দেলোয়ার হোসেন খান (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় শহরের উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ পুলিশের ওসি কামরুজ্জামান। নিখোঁজ দেলোয়ার হোসেন খান নিশি বিল্ডিং এলাকার মো. আবদুল মান্নান খানের ছেলে।
চাঁদপুর সদর নৌ পুলিশের ওসি কামরুজ্জামান জানান, মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান দেলোয়ার। খবর পেয়ে তার খোঁজে চাঁদপুর কোস্ট গার্ড বাহিনী, নৌ-পুলিশ, নৌ-ফায়ার স্টেশনের ডুবুরি দল মেঘনা নদীতে রোববার রাত ৯টা পর্যন্ত অভিযান চালায়। রাতে অন্ধকারের কারণে অভিযান স্থগিত রাখা হয়েছে। সকালে আবারও অভিযান শুরু হবে।
আনোয়ারুল হক/এএএ