ট্রাক-অ্যাম্বুলেন্সের মাঝে চাপা পড়ে ভ্যানচালকের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফাঁকা সড়কে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মাঝে চাপা পড়ে ফুরু শেখ (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারাশী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফুরু শেখ উপজেলার তারাশী গ্রামের মৃত হামেদ শেখের ছেলে।
কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কোটালীপাড়া থেকে ছেড়ে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের তারাশী বাসস্ট্যান্ডে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মাঝে চাপা পড়ে ভ্যানচালক ফুরু শেখ গুরুতর আহত হন।
তাকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফুরু শেখ মারা যান। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অ্যাম্বুলেন্স আটক করা হয়েছে।
লিয়াকত হোসেন লিংকন/এসপি/জেএস