অভিযান দেখে ১১৬ টাকা কেজিতে ৪২৭ মণ পেঁয়াজ বিক্রি করলেন ব্যবসায়ী

নোয়াখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দেখে ১১৬ টাকায় বিক্রি হলো ৪২৭ মণ পেঁয়াজ। এ সময় বেশি দামে পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে জেলার বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী দক্ষিণ বাজারে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় অতিরিক্ত দামের আশায় পেঁয়াজ মজুদ করে না রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে সোমবার বিকেলে জেলার বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী দক্ষিণ বাজারে হক ট্রেডার্সে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা। এ সময় বিক্রির মূল্য তালিকায় অমিল, মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযান দেখে পার্শ্ববর্তী দোকান ‘খগপতি ভান্ডার’ তাদের ২৮৫ বস্তা পেঁয়াজ পাইকারি ১১৬ টাকায় বিক্রি করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযান দেখে ‘খগপতি ভান্ডার’ আমাদেরকে বলে তারা সরকারের নির্ধারিত দামে বিক্রি করছে। আমরা দাঁড়িয়ে দেখেছি তারা ৪২৭ মণ পেঁয়াজ বা ২৮৫ বস্তা পেঁয়াজ ১১৬ টাকা করে বিক্রি করতে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও চৌমুহনী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ।
হাসিব আল আমিন/এএএ