এমপি ওমর ফারুকের ভবনের ম্যানহোলে মিলল আ.লীগ কর্মীর মরদেহ

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন ভবনের ম্যানহোল থেকে নয়নাল উদ্দিন (৬২) নামে এক আওয়ামী লীগ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী নিউমার্কেটের বিপরীতে অবস্থিত থিম ওমর প্লাজার ম্যানহোল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে স্থানীয় থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা মরদেহের আলামত সংগ্রহ করেন। পুলিশের ধারণা, নিহত ব্যক্তি মারা গেছেন কয়েকদিন আগে। তাই তার শরীরে পচন ধরে চামড়াও ফুলে গেছে।
নিহত নয়নাল উদ্দিন রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর থান্দারপাড়া মহল্লার আবদুল জাব্বারের ছেলে। তিনি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। এ ঘটনায় নিহত নয়নাল উদ্দিনের বোন কুলসুম বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেছেন।
নিহত নয়নালের স্বজনরা বলেন, ব্যক্তিজীবনে নয়নাল অবিবাহিত ছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। তিনি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। দিনের সিংহভাগ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থাকতেন। আর রাতে বাড়িতে ফিরতেন। তবে গত কয়েকদিন থেকে নয়নাল নিখোঁজ ছিলেন।
সরেজমিনে দেখা গেছে, থিম ওমর প্লাজা ১২ তলা। আটতলা পর্যন্ত শপিং মল। আর চারতলা আবাসিক। এই ভবনের একটি অ্যাপার্টমেন্টে থাকেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। সেখোনে রয়েছে তার রাজনৈতিক কার্যালয়। থিম ওমর প্লাজার সীমানা প্রাচীর সংলগ্ন রয়েছে ছোট একটি ম্যানহোল। সেখানেই পড়ে ছিল নয়নালের মরদেহ। পুরো থিম ওমর প্লাজার চারপাশ সীমানা প্রাচীর দিয়ে ঘেরা।
কাটাখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সামা বলেন, নয়নাল ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ। সে ছোট থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে চলতেন।
কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলাম বলেন, নয়নাল তার চাচা। তিনি আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর জন্য পাগল ছিলেন। দলের নিবেদিত প্রাণ, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত থাকতেন তিনি। তার এ রকম মৃত্যু খুবই দুঃখজনক। সঠিক তদন্ত করে মৃত্যুর রহস্য বের করার দাবি জানান তিনি।
থিম ওমর প্লাজার সিকিউরিটি ইনচার্জ জুবায়ের হোসেন বাপ্পী বলেন, প্রতিদিন সকালে নিরাপত্তা প্রহরীরা চারপাশ ঘুরে দেখেন। সকালে নিরাপত্তা প্রহরী রোম্মান শৌচাগারের ম্যানহোলে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, থিম ওমর প্লাজার ম্যানহোলে অর্ধগলিত একটি মরদেহ ছিল। তার চেহারা বোঝা যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে মরদেহটি কয়েক দিন আগের। ম্যানহোল থেকে তোলার সময় কয়েক স্থানে শরীরের চামড়া উঠে যাওয়ায় কোনো আঘাত ছিল কিনা বোঝা যায়নি। তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে মামলা করেছেন।
শাহিনুল আশিক/আরএআর