কোনাবাড়িতে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের কোনাবাড়িতে ঝুটের গুদামে লাগা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় মো. ডালিম মিয়ার ঝুটের গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুন গুদামের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে গাজীপুরের কাশিমপুরে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুটি ও কোনবাড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
কাশিমপুরে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, রাত ৯টায় ঝুটের গুদামের আগুন লাগার খবর পায় সারাবো মডার্ন ফায়ার স্টেশন। পরে সারাবো স্টেশনের দুটি ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এমএম/এসএম