নওগাঁয় দূরপাল্লার বাস ভাঙচুর

নওগাঁয় অবরোধের সমর্থনে বের হওয়া মশাল মিছিল থেকে দূরপাল্লার একটি বাসে ভাঙচুর চালানো হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের কাঁঠালতলী এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাসের সামনের গ্লাসসহ বেশ কয়েকটি জানালার গ্লাস ভাঙচুর করে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সন্ধ্যার পর শহরের হাজীর মোড় এলাকায় মল্লিকা ইন হোটেলের সামনে থেকে অবরোধের সমর্থনে মশাল মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি নেসকো কার্যালয় পার হওয়ার পরপরই ওই সড়কে ঢাকা থেকে নওগাঁমুখী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস বাসস্টান্ড অভিমুখে যাচ্ছিল। ওই মুহূর্তে মিছিলে অংশ নেওয়া লোকজন বাসটি ভাঙচুর করে পালিয়ে যায়।
বাসটি ২২ জন যাত্রী ছিল দাবি করে চালক লিটন মন্ডল ঢাকা পোস্টকে বলেন, ঢাকার মহাখালী থেকে যাত্রী নিয়ে নওগাঁয় আসার পথে বগুড়ায় কিছু যাত্রী নামিয়েছি। অবশিষ্ট ২২ যাত্রীকে নওগাঁয় নামানোর কথা ছিল। সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ শহরের প্রবেশদ্বার কাঁঠালতলীতে পৌঁছানো মাত্রই ৭০-৮০ জনের একটি মশাল মিছিল চোখে পড়ল। তাৎক্ষণিক বাসটির গতি কমিয়ে ধীরগতিতে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছিলাম। ওই মুহূর্তে ৪০-৫০ জন যুবক চারিদিক থেকে বাস ঘেরাও করে ভাঙচুর শুরু করে। সামনের গ্লাস এবং জানালার ৯টি গ্লাস ভেঙে ফেলেছে তারা। এরপর যাত্রীদের লক্ষ্য করে জ্বলন্ত ৪টি মশাল ছুড়ে মারে মিছিলে অংশ নেওয়া যুবকরা। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা নওগাঁ-মাদারমোল্লা সড়কের দিকে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিক্ষিপ্ত মশাল নিয়ে গেছে।
নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঢাকা পোস্টকে বলেন, বাসে হামলা হওয়ার আগে ওই সড়কে মশাল মিছিল হয়েছে। রাস্তায় পড়ে থাকা মশাল দেখে অনেকেই ভেবেছে হয়তো মশাল নিক্ষেপ করা হয়েছে। কিন্তু বাস্তবে ওই বাসের সামনের গ্লাসের কিছু অংশ ইট নিক্ষেপ করে ভাঙা হয়েছে। বাসটিতে কোনো যাত্রীই ছিল না।
আরমান হোসেন রুমন/এসএম