বেশি দামে পেঁয়াজ বিক্রি, খুলনায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মহানগরীর দৌলতপুর পাইকারি কাঁচা বাজারে এই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানায়, অধিক দামে পেঁয়াজ বিক্রি, পেঁয়াজ ক্রয় রসিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা না থাকার অপরাধে দৌলতপুর বাজারের মেসার্স জোনাকী বাণিজ্য ভান্ডারকে ৫ হাজার টাকা, মেসার্স আল্লাহর দান বাণিজ্য ভান্ডারকে ৩ হাজার টাকা এবং দৃষ্টি বাণিজ্য ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এবং দৌলতপুর থানার একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।
মোহাম্মদ মিলন/এএএ