অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

গাইবান্ধায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সুমন মিয়া (২৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে গাইবান্ধা-সাঘাটা সড়কের বাংলাবাজার এলাকার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুমন মিয়া গাইবান্ধা সদর থানায় গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুরের পীরগাছায়।
গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পুলিশ সদস্য সুমন গাইবান্ধা পুলিশ লাইন্স এলাকায় (বোর্ড বাজার) ভাড়া বাসায় থাকতেন। সকালে সেখান থেকে মোটরসাইকেল যোগে থানায় আসছিলেন। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন সুমন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে দুপুরের দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, অটোরিকশাটি এখনো আটক করা যায়নি। তদন্তসহ পুলিশ কাজ করছে। মরদেহ এখনো হাসপাতালেই আছে।
রিপন আকন্দ/আরএআর