মন্ত্রীর স্ত্রী সেজে নিতেন উপহার, অতঃপর...

কখনো প্রভাবশালী মন্ত্রীর স্ত্রী, কখনো সেনাবাহিনীর বড় অফিসার, আবার কখনো পরিচয় দিতেন বড় ডাক্তার। এসব পরিচয়ে অনেকের কাছ থেকে নিতেন বড় উপহার।
এ ছাড়া সরকারি চাকরি কিংবা রাজনৈতিক পদ-পদবি পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। তবে শেষ রক্ষা হয়নি। প্রতারণার অভিযোগে দুই নারীসহ চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) রাতে নেত্রকোণা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি।
গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোণার পূর্বধলা উপজেলার কাবেরী বেগম কণা (৪০), সাদিয়া আফরিন মুক্তা (২৪) ও মো. জাহাঙ্গীর আলম (৪০)।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা মোবাইল ফোনে কৌশলে বিভিন্ন ফোন নম্বর ব্যবহার করে একেক সময় একেক পরিচয়ে টাকাপয়সা ও বড় উপহার সামগ্রী হাতিয়ে নিতেন। সবশেষ জেলার কলমাকান্দা উপজেলার মকবুল হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে রাজনৈতিক পদ-পদবি, সরকারি চাকরি, বড় ধরনের কাজ, মামলার রায় পক্ষে এনে দেওয়ার কথা বলে ৭ লাখ টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী হাতিয়ে নেন তারা। তার অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নেত্রকোণা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করেছে।
উবায়দুল হক/এমজেইউ