দরজা বন্ধ করে শিক্ষা কর্মকর্তাকে মারধর

নাটোরের বড়াইগ্রামে অফিস কক্ষে ঢুকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রউফকে মারধরসহ অফিসের ফাইলপত্র ছিঁড়ে তছনছ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রউফ ঢাকা পোস্টকে বলেন, দুপুরে আমি অফিসে বসে দাপ্তরিক কাজ করছিলাম। হঠাৎ ১০-১২ জন অপরিচিত ব্যক্তি এসে অফিসের দরজা আটকে দেয়। এ সময় তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি গালি দেওয়ার কারণ জানতে চাইলে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং কাগজপত্র ছিঁড়ে ফেলে অফিস তছনছ করে দেয়। এ সময় দরজার বাহিরেও তাদের লোক দাঁড়িয়ে ছিল।
তিনি বলেন, আমি তাদের কথা শুনে বুঝতে পেরেছি তারা একটি মাদ্রাসার নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। অথচ মাদ্রাসার নিয়োগে মাধ্যমিক শিক্ষা অফিসের কোনো সংশ্লিষ্টতা নেই।
আব্দুর রউফ বলেন, সিসিটিভির ফুটেজ দেখে ও অন্যদের সহযোগিতায় চারজন হামলাকারীকে শনাক্ত করতে পেরেছি। তারা হচ্ছে- জামাল উদ্দিন, রুবেল বালী, জহির উদ্দিন ও শামসুদ্দিন। থানায় অভিযোগ দায়ের করছি। পুলিশ তদন্ত করে বের করবে কার নির্দেশে তারা এ ঘটনা ঘটিয়েছে।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেল জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসিল্যান্ড ও পুলিশ যায়। তবে ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। অফিসে থাকা সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীব ঢাকা পোস্টকে বলেন, হামলার ঘটনায় শিক্ষা কর্মকর্তা থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
গোলাম রাব্বানী/আরএআর