কুয়াশা ও কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন

কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ। দিনের বেলায়ও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে যাতায়াত করতে দেখা গেছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। ফলে শীতে মাঠে কাজ করতে শ্রমিকদের খুবই কষ্ট হচ্ছে। সদরের পাঁচগাছী ইউনিয়নের শাহাবুদ্দিন ঢাকা পোস্টকে বলেন, এই ঠান্ডায় বাইরে কাজ করতে যাচ্ছি। খুবই সমস্যা হচ্ছে। দুই দিন ধরে সর্দি-কাশিতে ভুগছি। শীতকালে ঠিকমতো কাজ করতে না পারায় সংসার চালানোই মুশকিল হয়ে পড়েছে। অভাবের সংসার, ছেলেদের গরমের কাপড় কিনব তাও পারছি না।
এদিকে, উত্তরীয় হিমেল হাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষজন। শীতবস্ত্রের অভাবে কষ্ট করছে অতিদরিদ্র, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। মানুষের পাশাপাশি কষ্ট করছে গৃহপালিত পশু ও পাখিরাও।

কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল আরীফ ঢাকা পোস্টকে জানান, জেলার ৯টি উপজেলায় হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে সরকারিভাবে ৪৫ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলো বিতরণ করা হচ্ছে। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরও শীতবস্ত্র চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
মো. জুয়েল রানা/এমজেইউ