রাজবাড়ীতে প্রতীক বরাদ্দ, লড়াই হবে আ.লীগ-স্বতন্ত্রে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসন থেকে নির্বাচনে লড়বেন ১১ জন প্রার্থী। তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করতে যাচ্ছেন। সাধারণ ভোটাররা বলছেন রাজবাড়ীর দুটি আসনে লড়াই হবে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।
রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে নৌকার প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান সংসদ কাজী কেরামত আলী। আগে তিনি এই আসন থেকে ৫ বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস। এই আসনে তৃণমূল বিএনপি, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে।
এছাড়াও রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে নৌকার প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। তিনি এর আগে এই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
সাধারণ মানুষ মনে করছেন রাজবাড়ী-২ আসনেও মূল লড়াই হবে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। এছাড়াও এই আসন থেকে জাতীয় পার্টি, জাসদ, মুক্তিজোট ও তৃণমূল বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী খন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী ডি.এম.মজিবুর রহমান (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার (ঈগল) প্রতীক পেয়েছেন।
রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে তৃনমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক (ঈগল), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী মো. আব্দুল মতিন মিয়া (মশাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী (ছড়ি), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জিল্লুল হাকিম (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে নারী-পুরুষ উভয় মিলে ৪ লাখ ৪ হাজার ১৮১ জন ভোটার ও রাজবাড়ী-২ আসনে নারী-পুরুষ উভয় মিলে ৫ লাখ ২৮ হাজার ৩১৯ জন ভোটার রয়েছেন। মোট ৯ লাখ ৩২ হাজার ৫০০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হলো। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এমএসএ