নৌকার শাহজাহান ওমরের সঙ্গে ঈগল নিয়ে লড়বেন মনির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি আসনে ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চূড়ান্ত প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে নৌকা প্রতীক পেয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।
তার বিপরীতে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনির (ঈগল), আবুল কাশেম মোহাম্মদ ফকরুল ইসলাম (ট্রাক), তৃণমূল বিএনপির মো. জসীম উদ্দিন তালুকদার (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. মজিবুর রহমান (ডাব), জাকের পার্টির আবু বকর সিদ্দিক (গোলাপ ফুল), জাতীয় পার্টির এজাজুল হক (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. মামুন সিকদার (ছড়ি)।
আরও পড়ুন
২০০৮ সাল থেকে মনিরুজ্জামান মনির আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে আসছেন। তবে এবার দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
এদিকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টির ফোরকান হোসেন (আম) ও জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন (লাঙ্গল) নির্বাচনে অংশ নিচ্ছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দদেন। এ সময় প্রার্থীরা অনুপস্থিত থাকলেও প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মীরা প্রতীক গ্রহণ করেন।
ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর পক্ষে জেলা আওয়ামী লীগসহ সভাপতি উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল উপস্থিত ছিলেন।
আরএআর