নির্বাচন থেকে সরে গিয়ে যা বললেন এমপি নাজিম

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) সংসদীয় আসনে টানা দুইবার আওয়ামী লীগের দলীয় মনোনয়নে এমপি হয়েছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। কিন্তু এবার ছিটকে পড়েছেন মনোনয়ন দৌড়ে। স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেও প্রত্যাহারের শেষ দিনে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেছেন তিনি।
প্রার্থীতা প্রত্যাহার করার কারণ হিসেবে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, আমি কাউকে সমর্থন দিয়ে সরে দাঁড়াইনি। নৌকা নিয়ে যিনি আছেন তিনি আওয়ামী লীগের, যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে তারাও আওয়ামী লীগের। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় কাকে সমর্থন দিব তা ঠিক করিনি। যে ভালো প্রার্থী হবে তাকেই আমি সমর্থন দিব। আমি কোনো চাপে প্রত্যাহার করিনি, নেত্রীর নির্দেশ পালন করেছি।
নাজিম উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ চলার সময় বৃহত্তর ময়মনসিংহের ছাত্রলীগের সভাপতি ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন।
ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ফকিরের মৃত্যুর পর ২০১৬ সালের উপনির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। শাকিল ২০১৬ সালের ৫ ডিসেম্বর মারা যাওয়ার পর রাজনীতিতে সক্রিয় হতে থাকেন পপি। ২০১৬ সালের উপনির্বাচন ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেন। ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মনোনীত হন পপি।
পপিকে নৌকা দেওয়ায় বিরোধিতা করেন আওয়ামী লীগের নেতারা। প্রার্থীতা পরিবর্তনের দাবিতে দলীয় প্রধানের কাছে চিঠি ও সংবাদ সম্মেলনও করা হয়। বর্তমান এমপি নাজিম উদ্দিন নিজের প্রার্থীতা প্রত্যাহার করলেও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহাসহ ৯ জন প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন।
উবায়দুল হক/এএএ