ফেনীতে নৌকার মিছিলে ককটেল হামলা

ফেনীতে নৌকা প্রতীকের নির্বাচনী মিছিলে ককটেল হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের সাতজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি স্থানীয় আওয়ামী লীগের।
পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ভূঞা রাজন ঢাকা পোস্টকে বলেন, বিকেলে পৌর আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে নির্বাচনী মিছিল বের করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলটি রামপুর সওদাগর বাড়ির সামনে পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলায় চালায়। হামলায় ছাত্রলীগের সাতজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় বিএনপির লোকজন জড়িত বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ঢাকা পোস্টকে বলেন, বিকেলের দিকে রামপুরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা একটি মিছিল থেকে স্থানীয়দের গালাগালি করতে থাকেন। তখন এলাকার লোকজন প্রতিবাদ করলে কিছুটা সমস্যা হয়েছে বলে শুনেছি। এখানে বিএনপি বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে এ ধরনের মিথ্যাচার একদম অযৌক্তিক। এটি রাজনৈতিক কোনো বিষয় নয়।
হামলার ব্যাপারে ইমরান নামে মিছিলে অংশগ্রহণকারী নৌকার এক সমর্থক জানান, নৌকার সমর্থনে আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। মিছিলটি পাটোয়ারী বাড়ি এলাকা থেকে সওদাগর বাড়ির সামনে এলে অতর্কিত ককটেল বিস্ফোরণ শুরু হয়। এ সময় ঘটনাস্থলে অনেকেই আহত হয়েছেন।
ফেনী জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় দুইজন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তারা হলেন- স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোলাপ নবীর ছেলে কাউসার আহমেদ অপু (১৭) ও ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া গ্রামের মাইন উদ্দিনের ছেলে রাব্বি হাসান (১৮)।
হাসপাতালে চিকিৎসাধীন আহত অপু বলেন, আমরা মিছিল নিয়ে সামনে অগ্রসর হলে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এতে আমিসহ অনেকেই দিগ্বিদিক ছোটাছুটি শুরু করি। এ সময় আত্মরক্ষার জন্য একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, সেখানেও আমাদের ওপর হামলা করা হয়েছে।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান ঢাকা পোস্টকে বলেন, ঘটনার ব্যাপারে শুনেছি। তবে এ ব্যাপারে কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি। হাসপাতালে দুজন চিকিৎসাধীন আছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারেক চৌধুরী/আরএআর