বরিশালে প্রধানমন্ত্রীর সমাবেশে ১০ লাখ লোক সমাগমের আশা আ.লীগের

নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৯ ডিসেম্বর বরিশাল সফরকে ঐতিহাসিক রূপ দিতে চায় স্থানীয় আওয়ামী লীগ। এ উপলক্ষ্যে শেখ হাসিনার জনসভায় ১০ লাখ লোকের সমাগম করতে চায় দলটি।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে বরিশাল সার্কিট হাউজে স্থানীয় আওয়ামী লীগের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া দলীয় প্রধানের জনসভাকে সফল করতে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস ও মহানগর সভাপতি একেএম জাহাঙ্গীরসহ নেতৃবৃন্দ।
আবুল হাসানাত আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, নেত্রী আসবেন বরিশালে। বৃহত্তর বরিশালের দলীয় নেতাকর্মীরা প্রস্তুত হচ্ছি। আমাদের লক্ষ্য, স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে বরিশালে। ওই সভায় কমপক্ষে ১০ লাখ লোকের সমাগম করতে আমরা সমন্বিতভাবে কাজ করছি।
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে আওয়ামী লীগ নানামুখী কর্মসূচি নিয়েছে। বঙ্গবন্ধু কন্যার আগমনে উজ্জীবিত নেতাকর্মীরা। তার আগমনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে নৌকার পক্ষে ভোট বিপ্লব ঘটবে বলে আশা রাখি।
জানা গেছে, আগামী শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।
সৈয়দ মেহেদী হাসান/এএএ