নাটোরে স্বতন্ত্র ও নৌকার সমর্থকদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ

নাটোরের সিংড়ায় স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত আটজন আহত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁতপুকুরিয়া ও ইন্দ্রাসোন গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর ছয়জন সমর্থক হলেন, ফারুক হোসেন, জুয়েল মোল্লা, রনি আহমেদ, বাচ্চু মোল্লা, সালাম খান ও সোহান মোল্লা। তারা সবাই নাটোর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিকের ঈগল প্রতীকের পক্ষে নির্বাচনী মাঠে ছিলেন।
অন্যদিকে নৌকার প্রার্থীর সমর্থকরা হলেন, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল কাফি ও ইটালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মিল্টন হোসেন মিঠু।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাহেদ মোল্লা সোহেল বলেন, সাঁতপুকুরিয়া ও ইন্দ্রাসোন গ্রামে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকে ভোট চেয়ে জনসংযোগ করছিলাম। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সমর্থক ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুর আলমের নেতৃত্বে ২৫-৩০ জন অতর্কিত হামলা চালায়। তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ছয়জনকে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, তাদেরকে সিংড়ার সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছে। আইসিটি প্রতিমন্ত্রীর লোকজন মনে করেছে জনগণকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনকে নিজেদের কব্জায় নেবে। এজন্য তারা নৃশংসতা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আজ ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলামের নেতৃত্বে একদল ক্যাডার আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে, নৌকা প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রীর সমর্থক মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরাই প্রথমে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল কাফিকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। তিনি বর্তমানে নাটোর সদর হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনার জেরেই এলাকাবাসী তাদের (স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের) প্রতিহত করেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।
গোলাম রাব্বানী/কেএ