ভৈরবে ঘরে ঝুলছিল ম্যানেজারের লাশ

কিশোরগঞ্জের ভৈরবের একটি বাসা থেকে স্বপ্ন সুপার শপের আশুগঞ্জ শাখার ম্যানেজার নাসিউল হকের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়ার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাসিউল নওগাঁর সাপাহার থানার প্রফেসরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। নাসিউল ভৈরবের ভৈরবপুরের বাসায় একা রুম ভাড়া নিয়ে থাকতেন।
তবে তিনি কী কারণে গলায় রশি দিয়ে আত্মহত্যা করলেন সে বিষয়ে প্রতিবেশিরা কেউ কিছু বলতে পারছেন না।
স্বপ্নের ভৈরব ও আশুগঞ্জের মালিক আলহাজ্ব জাহিদুল হক জাবেদ বলেন, আশুগঞ্জের স্বপ্নের শোরুমটি আমি দেড় মাস আগে চালু করি। কোম্পানি কর্তৃপক্ষ তাকে আশুগঞ্জে নিয়োগ দিয়েছিল। আমি তার বিষয়ে বিস্তারিত জানি না। আমি হেড অফিসে নাসিউলে মৃত্যুর বিষয়টি জানিয়েছি। হেড অফিস তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন বলে জানান তিনি
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। বুধবার (৩০ ডিসেম্বর) লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এসপি