নির্বাচনী ভোজের আয়োজন করায় নৌকার প্রার্থীর সমর্থককে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে নির্বাচনী আচরণবিধি অমান্য করে স্কুলের মাঠে নির্বাচনী সভা ও ভোজের আয়োজন করায় নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকির এক সমর্থককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ অভিযান পরিচালনা করেছেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পানজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্যান্ডেল নির্মাণ করে নির্বাচনী সভা ও প্রায় এক হাজার কর্মী-সমর্থকের জন্য তেহারি রান্না করা হচ্ছিল। খবর পেয়ে বিকেলে ভ্রাম্যমাণ আদালত নৌকা প্রতীকের সমর্থক নাগরী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পানজোড়া এলাকার বাদল শিকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় বাদল শিকদার ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবেন না বলে মুচলেকা দিয়েছেন।
গাজীপুর-৫ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকি। একই আসনের তার প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আখতারুজ্জামান নির্বাচন করছেন।
শিহাব খান/কেএ