শরীয়তপুরে দুই আসনে নিশ্চিন্তে আ.লীগ, লড়াই হবে এক আসনে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। পোস্টার সাঁটানো, মাইকিং, পাড়া-মহল্লায় গণসংযোগ নিয়ে ব্যস্ত সময় পার করার কথা থাকলেও আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র প্রার্থী ছাড়া এখন পর্যন্ত অন্য প্রার্থীদের প্রচার-প্রচারণা তেমন নেই। শরীয়তপুর জেলার ৩টি আসনের মধ্যে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে লড়াইয়ের আভাস মিললেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোটের উত্তাপ নেই বাকি দুই আসনে। এসব আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা এক প্রকার নিশ্চিন্তে সময় পার করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গত সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার পর শরীয়তপুর-১ আসন থেকে প্রচার প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীকের ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসন থেকে এ কে এম এনামুল হক শামীম ও শরীয়তপুর-৩ আসন থেকে নাহিম রাজ্জাক। এ ছাড়া শরীয়তপুর-২ আসনে ঈগল প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থী ডা. খালেদ শওকত আলী। তবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার পরেও শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু ও শরীয়তপুর-৩ আসনে নাহিম রাজ্জাক আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত করার জন্য আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকায় শরীয়তপুর-২ আসনের ভোটারদের মধ্যে ভোট নিয়ে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

শরীয়তপুর-১ (পালং-জাজিরা)
এ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। তার আগে আসনটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ইকবাল হোসেন অপু নৌকা প্রতীক নিয়ে লড়াই করছেন। এ আসনে ৩ লাখ ৬৩ হাজার ৩৪৯ জন ভোটার রয়েছেন।
শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর)
এ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। বর্তমানে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বও পালন করে আসছেন। এবারও এ কে এম এনামুল হক শামীম নৌকা প্রতীক নিয়ে লড়াই করছেন। তার আগে নৌকা প্রতীক নিয়ে আসনটি থেকে প্রয়াত কর্নেল শওকত আলী বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন। এবারের নির্বাচনে তার ছেলে ডা. খালেদ শওকত আলী আসনটি থেকে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন। আসনটিতে ১০ জন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে নৌকা প্রতীকের এ কে এম এনামুল হক শামীম ও ঈগল প্রতীকের ডা. খালেদ শওকত আলীর মধ্যে। এ আসনে ৩ লাখ ৮২ হাজার ৩৬৬ জন ভোটার রয়েছেন।
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট)
এ আসনে বর্তমান সংসদ সদস্য নাহিম রাজ্জাক। এর আগে তার বাবা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রয়াত আব্দুর রাজ্জাক সংসদ সদস্য ছিলেন। বাবার মৃত্যুর পর নাহিম রাজ্জাক একটি উপ নির্বাচনসহ ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আসনটি থেকে লড়াই করেছিলেন। এবারও তিনি নৌকা প্রতীক নিয়ে লড়াই করছেন। এ আসনে ৩ লাখ ৩৩ হাজার ৬৯৩ জন ভোটার রয়েছেন।
সাইফ রুদাদ/এএএ