ভোট বর্জনের আহ্বানে নোয়াখালীতে যুবদলের লিফলেট বিতরণ

সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে নোয়াখালীবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল।
গতকাল বিকেলে জেলা শহরের হাসপাতাল সড়কে এসব লিফলেট বিতরণ করা হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে স্লোগান ও ভোট বর্জনের পক্ষে স্লোগান দেন।
এতে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমানসহ কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।
নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ঢাকা পোস্টকে বলেন, অধিকাংশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করছে। অবৈধ নির্বাচন কমিশনের অধীনে এ অবৈধ নির্বাচন আমরা মানি না। জনসাধারণ ৭ তারিখের কোনো ভোটে যাবে না। নির্বাচনের দিন বুঝিয়ে দিতে হবে এ সরকার জনগণের সরকার নয়। ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
হাসিব আল আমিন/এনএফ