‘জীবনের শেষ ভোট, চাওয়া-পাওয়ার কিছু নেই’

পাবনা-৩ আসনের নৌকার প্রার্থী মকবুল হোসেন এমপি বলেছেন, আমার জীবনের শেষ নির্বাচন এটা। এর আগে পরপর তিনবার এমপি নির্বাচিত হয়েছি। আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। এবার প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন এটা আমার পাওয়া। এটা আমার দোষের কিছু নয়।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে পাবনার চাটমোহর সরকারি ডিগ্রি কলেজ মাঠে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।
এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের কাছে গত ১৫ বছরের ভুলভ্রান্তি ক্ষমা চেয়ে জীবনে শেষ সুযোগ দাবি করে নৌকায় ভোট চান। তিনি বলেন, আপনারা আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তাহলে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে যেতে পারব।
চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, চাটমোহর পৌর মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন প্রমুখ।
বর্ধিত সভায় এই আসনের তিন উপজেলার (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন।
রাকিব হাসনাত/এএএ