দলীয় প্রার্থীকে বয়কট করে নৌকার প্রার্থীকে সমর্থন উপজেলা জাপার

নাটোরে-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দলীয় প্রার্থীকে বয়কট করে নৌকার প্রার্থীকে সমর্থন করল লালপুর উপজেলা জাতীয় পার্টি (জাপা)।
নির্বাচনে আসনটিতে ব্যারিস্টার আশিক হোসেনকে মনোনয়ন দেয় জাপা। পরে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাকে বয়কটের করে নৌকার প্রার্থীকে সমর্থনের কথা জানান লালপুর উপজেলা জাপার নেতারা।
শনিবার (২৩ ডিসেম্বর) রাতে লালপুর বাজারে উপজেলা জাপা কার্যালয়ে নাটোর-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে সমর্থন করে ফুলের মালা দিয়ে বরণ করে নেন জাপার নেতাকর্মীরা।
এ সময় লালপুর উপজেলা জাপার সভাপতি আব্দুর রশিদ বাবু বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টি এই আসনে কর্মীবান্ধব প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে। প্রার্থীর আচার-আচরণে নেতাকর্মীরা ব্যাপকভাবে অসন্তুষ্ট। সে কারণে উপজেলার ১০টি ইউনিয়নের জাপার সভাপতি-সাধারণ সম্পাদক ও দলের ত্যাগী নেতাকর্মীরা নৌকার প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এখন থেকে পার্টির ইউনিয়ন পর্যায়ের ও উপজেলার সব নেতাকর্মী নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা করবে বলে ঘোষণা দেন এই জাপা নেতা।
এসময় লালপুর উপজেলা জাপার সাধারণ সম্পাদক আখতার হোসেনসহ উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জেলা জাপার সভাপতি ও নাটোর-৪ আসনের দলীয় প্রার্থী আলাউদ্দিন মৃধা নাটোর-১ ও নাটোর-২ আসনে ত্যাগী নেতাদের মনোনয়ন না দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
গোলাম রাব্বানী/কেএ