প্রার্থী সাতজন, ৪ জনকেই চেনেন না ভোটারেরা

জামালপুর-৫ সদর আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জন প্রার্থীর মধ্যে প্রচারণায় রয়েছেন তিন প্রার্থী। বাকি প্রার্থীদের নেই কোনো প্রচারণা। এমনকি বাকি এই চারজনকে চিনেন না সাধারণ ভোটাররাও।
জামালপুর-৫ আসনে ৭ জন প্রার্থীরা হলেন, বালাদেশ কংগ্রেস থেকে আবু সায়েম মোহাম্মদ সাদাত উল করীম, আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির মো. জাকির হোসেন, জাতীয় পার্টির (জেপি) বাবর আলী খান, স্বতন্ত্র থেকে মো. রেজাউল করিম, ন্যশনাল পিপলস পার্টির মো. রফিকুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. সাব্বিরুজ্জামান।
তাদের মধ্যে প্রচারণায় রয়েছে তিন প্রার্থী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ও জাতীয় পার্টির মো. জাকির হোসেন।
জামালপুর-৫ নির্বাচনী এলাকার ঘুরে দেখা যাই, নৌকা প্রতীক, ঈগল প্রতীক ও লাঙ্গল প্রতীকের পোস্টার সড়কে টানানো রয়েছে। রয়েছে বিভিন্ন বাজারে ও মোড়ে প্রচারণা কেন্দ্র। সকাল সন্ধ্যায় চলছে মাইকিং। তবে ৭ প্রার্থীর মধ্যে এ তিনজনের প্রচারণা থাকলেও, বাকি ৪ প্রার্থীর কোনো প্রচারণা নেই।
উপজেলার সাধারণ ভোটাররা বলছেন, নির্বাচনী প্রচারণায় এখন পর্যন্ত তিন প্রার্থী রয়েছে। তাদেরকেই আমরা চিনি। বাকি প্রার্থীদের চিনি না তাদের কখনো দেখিনি। নৌকা, ঈগল প্রতীকের দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। বাকি প্রার্থীগুলোকে এখন পর্যন্ত চিনি না। ভোটও চাইতে যাইনি।
সদর উপজেলা নারিকেল এলাকার সাধারণ ভোটার মো. সুলাইমান নামে একজন বলেন, ঈগল, নৌকা ও লাঙল প্রতীকের প্রচার রয়েছে। এই তিনজন প্রতীকের প্রার্থীদেরই লোকজন চিনেন। শুনেছি আরও চারজন প্রার্থী রয়েছে। তাদেরকে কখনো দেখিনি আমরা, এখন পর্যন্ত তারা ভোট চাইতেও আসেনি।
বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু সায়েম আহাম্মদ সাদাত উল করিম বলেন, আমাদের প্রচারণা সেভাবে শুরু হয়নি। আমরা কিছু
প্রচারণা শুরু করেছি। পোস্টার এখনো লাগাইনি। সামনে লাগানো হবে। আমাদের দলের আজও একটি মিটিং হয়েছে। নিজ অর্থায়নে প্রচার প্রচারণা করছি এখন। দল থেকে অর্থ পাব কিনা সেটা জানি না।
ন্যশনাল পিপলস পার্টির মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের প্রচার প্রচারণা চলছে। আমার বাড়ি নান্দিনা থেকেও বিশ কিলোমিটার দূরে। আমার এলাকায় প্রচারণা চলছে। আমার দল থেকে সামান্য কিছু টাকা দিয়েছে যা চা খাওয়ার মতো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার ৫ লাখ ৪৬ হাজার ৮৩৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৭ হাজার ৩৬৮ জন ও নারী ২ লাখ ৭৯ হাজার ৪৭০ জন। হিজড়া ভোটার আছেন ৭ জন। এ আসনে ভোটকেন্দ্র ১৫৯টি আর ভোটকক্ষ ১০৯৬টি।
রকিব হাসান নয়ন/আরকে