বরগুনায় স্বতন্ত্র প্রার্থীসহ ৩ জনকে কারণ দর্শানোর নোটিশ

বরগুনা-১ আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আগামী তিন দিনের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে অভিযুক্তদের।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে বরগুনা-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরগুনার যুগ্ম জেলা ও দায়রা জজ আহমদ সাঈদ কারণ দর্শানোর এ নোটিশ দেন।
যাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ঈগল প্রতীকে সংসদ সদস্য নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু, বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির ও বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুলাল ফরাজী।
আরও পড়ুন
ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শম্ভুর পক্ষে দুটি অভিযোগ দায়ের করেন, বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও নৌকা প্রতীকের প্রধান সমন্বয়কারী এম মজিবুল হক কিসলু।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ ডিসেম্বর তালতলী উপজেলার ৭ নং সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া বাজার সংলগ্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পথসভা করে নির্বাচনী আচরণবিধিমালা ২০০৮ ভঙ্গ করেছ। ওই পথসভয়া সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন ৭ জানুয়ারি ভোটের দিন প্রতিটি কেন্দ্রে ২০ থেকে ৩০ জন মহিলাদের ব্যাগে দাও ও মরিচের গুড়া নিয়ে আসতে হবে। কেউ ভোট কাটতে আসলে দাও দিয়ে কবজি কেটে ফেলা হবে।
এছাড়া তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুলাল ফরাজী বলেন, আমরা মুসলমান কি আর বলবেন আপনারা বুঝে শুনে ভোট দিবেন। এসময় স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু উপস্থিত থাকলেও এ বক্তব্যের পরেও কাউকে নিবৃত্ত করেননি কারণ তিনি তাদের দিয়ে এরূপ বক্তব্য দিয়েছেন। এমন বক্তব্যে ভোটার ও নৌকা প্রতীকের নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছে। তারা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে করেছেন।
এ বিষয়ে বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী বলেন, স্বতন্ত্র প্রার্থীসহ তিনজনকে কারণ দর্শানোর জন্য নির্বাচন অনুসন্ধান কমিটির একটি চিঠি আমরা পেয়েছি। এ বিষয়ে নির্বাচনী বিধি অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে।
আব্দুল আলীম/এমএসএ