ময়মনসিংহে তিন দিনে ৩১৩ মামলা

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় চলমান কঠোর বিধিনিষেধের তিন দিনে ময়মনসিংহে ৩১৩টি মামলায় ৩ লাখ ৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
তিনি বলেন, সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহ সিটি করপোরেশনসহ ১৩টি উপজেলায় মাস্ক পরা নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি সঠিকভাবে পালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। বিধিনিষেধের প্রথম দিন বুধবার (১৪ এপ্রিল) ১৪০টি মামলায় ৮৭ হাজার ৩০০ টাকা, দ্বিতীয় দিন বৃহস্পতিবার ১১৮টি মামলায় ১ লাখ ৭৩ হাজার ৫০ টাকা ও তৃতীয় দিন শুক্রবার ৫৫টি মামলায় ৪৮ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনাকালে মামলা ও জরিমানা আদায়ের পাশাপাশি সাধারণ মানুষকে সতর্কও করা হচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, ময়ময়সিংহ সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন ছয়টি এবং প্রতিটি উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। করোনা মোকাবিলায় এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুইজন। বর্তমানে হোম আইসোলেশনে ৪৫৭ জন ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৯ জন।
উবায়দুল হক/এসপি