খাগড়াছড়িতে তৃণমূল বিএনপির প্রচারণায় হামলা

খাগড়াছড়ির পানছড়িতে নির্বাচনী প্রচারণার সময় তৃণমূল বিএনপির প্রার্থী উশ্যেপ্রু মারমার গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার লোগাং ইউনিয়নের বাবুড়া পাড়া ও দুদক ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি উশ্যেপ্রু মারমা। জানা গেছে, এলাকাটি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) এর এলাকা। আঞ্চলিক সংগঠনটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার পর থেকে পানছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন উশ্যেপ্রু মারমা। বাবুড়া পাড়া এলাকায় লিফলেট বিতরণের সময় ১০-১২ জনের একটি দল তাদের ওপর এলোপাথাড়ি হামলা চালায়। এ সময় প্রাইভেট কারসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, প্রচারণায় হামলা হয়েছে এমন কোনো অভিযোগ পাইনি।
মো. শাহজাহান/এএএ