সাভারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, সড়ক অবরোধ

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে স্থাপন করা ঢাকা-১৯ আসনের (সাভার-আশুলিয়া) স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের অস্থায়ী ক্যাম্প ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমানের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
রোববার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের খান ম্যানশন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
আহতরা হলেন, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ ভূঁইয়া সানি, সাগর, সুজন, এনামুল হক ও নুর ইসলাম। তারা সবাই ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কর্মী। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
অভিযুক্তরা হলেন, আশুলিয়ার ৬ নং ওয়ার্ডের মেম্বার ও ১৭ মামলার আসামি রাজন ভূঁইয়া। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়। এছাড়া রাজন ভূঁইয়ার ছোট ভাই রাকিব ভূঁইয়া, সাইফুল মোল্লাসহ অজ্ঞাত আরও ১৫/২০ জন।
হামলায় আহত সানাউল্লাহ সানি ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশে সোনামিয়া মার্কেটে ট্রাক প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্প রয়েছে। সেই অফিস ভাঙচুর করে রাজন ভূঁইয়া। খবর পেয়ে আমরা ৪ জন দুটি মোটরসাইকেলে সেখানে যাই এবং রাজন ভূইয়াকে বলি নির্বাচন করার সবারই অধিকার আছে। তুমি ট্রাক প্রতীকের ক্যাম্প ভাঙচুর করেছে কেন। তুমি তোমার মতো করো, ট্রাক প্রতীকে যারা নির্বাচন করছে তারা তাদের মতো করুক। এ কথা বলার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের পাশেই রাজনের ব্যক্তিগত অফিস থেকে চাপাতি, চানিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমরা গুরুতর আহত হলে আমাদের সমর্থকরা উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে।
এদিকে ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া ছয়তলা এলাকা অবরোধ করে শ্রমিক লীগের নেতাকর্মীরা। রাত ১২টা পর্যন্তও সড়কটি অবরোধ করে রাখে শ্রমিক লীগের নেতাকর্মীরা।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের কর্মীরা আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে। আমার কর্মীদের ওপর হামলা করেছে। আমি নির্বাচন কমিশন ও অনুসন্ধান কমিটিকে বিষয়টি জানিয়েছি।
এ ব্যাপারে আশুলিয়ার উপপরিদর্শক শেখ আবুল হাসান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযোগ দায়ের হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
মাহিদুল মাহিদ/আরকে