বাবুগঞ্জে ভোটকেন্দ্রে দুর্বৃত্তের আগুন

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪৪ নম্বর ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও ভোটকক্ষে থাকা বেশ কিছু কাগজপত্র, জানালার পর্দা ও কিছু ফেস্টুন পুড়ে গেছে।
গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোরে বিদ্যালয়ে এসে কক্ষের এই চিত্র দেখতে পান বিদ্যালয়টির শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বলেন, সকালে বিদ্যালয় খুলে আমরা দেখতে পাই শিক্ষক মিলনায়তন কক্ষের মধ্যে পোড়া। পাশের টিনশেড ভবনের একটি কক্ষেও আগুন দেওয়া হয়েছে। কক্ষের ভেতর কিছু কাগজপত্র পুড়ে গেছে এবং জানালার পর্দা ও কিছু ফেস্টুন পুড়ে গেছে।

বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এলাকায় ভীতি সঞ্চার করতে এই ঘটনা ঘটাতে পারে।
সহকারী রিটার্নিং অফিসার বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান বলেন, চাঁদপাশা ইউনিয়নের একটি কেন্দ্রে রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বিষয়টি জানতে পেরে সকালে পুলিশ পাঠিয়েছি। বিদ্যালয়টির লাইব্রেরির কিছু কাগজপত্র পুড়েছে। জানালার পর্দা এবং কিছু ফেস্টুনও পুড়ে গেছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
সৈয়দ মেহেদী হাসান/এমএ